সমুদ্র কুটির রিসোর্ট
প্রবাল দ্বীপে জলতরঙ্গ মেলার মাঝে সমুদ্র কুটির রিসোর্ট প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন প্রকৃতির সৃষ্টি মহামায়ার হোট একটি দ্বীপ নাম তার প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। টেকনাফের পাহাড় ঘেসে সমুদ্রের ঢেউ এর তালে তাল মিলিয়ে সৃষ্টির অপরূপ খেলার সঙ্গী হয়ে প্রবাল দ্বীপে যখন মিশে যাবেন তখন দেখবেন চতুরদিক সাগরের নীল পানির খেলা। দ্বীপে নারিকেল গাছের মেলা, জীবন্ত প্রবাল, শৈবাল, সামুদ্রিক পাখি, আদিবাসিদের জীবনযাত্রা, কৃষি প্রনালী, হেড়া দ্বীপ, দারুচিনি দ্বীপ যা ভ্রমন পিপাসুদের আকৃষ্ট করবে। বেলা শেষে আসবে নিরব নিঃস্তব্দতা। সাথী হবে জোৎসনার আলো। রাত্রি যাপন হবে এক নতুন পৃথিবীর কোলে।